
ডেস্ক রিপোর্টার: হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামালের ৬৯তম জন্মদিনে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।
কাদের জানান, স্বাধীনতার চেতনা বিনষ্টে এখনো বিএনপির মতো কিছু দল চক্রান্ত করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রেই আগস্টের হত্যাকান্ড সংঘটিত হয়েছিল এবং এতে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা ছিল বলেও অভিযোগ করেন তিনি।
নেতা আরও জানান, দেশের উন্নয়নে ঈর্ষান্বীত হয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। নেতিবাচক রাজনীতি করছে বিএনপি। আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শেখ জামালের কবরে।
যুবলীগের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: