
মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন যথাক্রমে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা প্রশাসনের পক্ষে ্উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল এর নেতৃত্বে দলের সকলস্তরের নেতাকর্মী ও, পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদুজ্জামান ও থানা অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপজেলা পারিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / মোঃ হারুন-উর-রশীদ
আপনার মতামত লিখুন: