নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রাদুর্ভাবের কারণে বিপদগ্রস্ত মানুষের সাহায্যার্থে ত্রাণ বিতরণের জন্য ফায়ার সার্ভিসের প্রতি আস্থা রাখছে টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (TIKA)।
আজ বুধবার (২৮ আগস্ট) নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশনে TIKA-এর পক্ষ থেকে ৫০০ প্যাকেট ত্রাণসামগ্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল মহোদয়ের প্রতি আনুষ্ঠানিকভাবে এ ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসীম, টিকা-এর সাথে সমন্বয়কের ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, ঢাকা, বাংলাদেশ-এর পরিচালক মিস্টার সেভকি মার্থ বারিশ। তার নিকট থেকে ফায়ার সার্ভিসের পক্ষে চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জনাব দিনমনি শর্মা উক্ত ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
প্রতিটি প্যাকেটে ছিল জরুরি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পানীয় জল, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, এবং প্রয়োজনীয় ওষুধ। বন্যাকবলিত বিভিন্ন এলাকার মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছানোর জন্য ফায়ার সার্ভিস একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল থেকেই এসব ত্রাণসামগ্রী বন্যাদুর্গত এলাকায় বিতরণ শুরু হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ত্রাণ বিতরণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে অতিরিক্ত কর্মী এবং যানবাহন মোতায়েন করা হয়েছে। টার্কি ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন, "এ ধরনের সহায়তা বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: