• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বন্যার কবল থেকে অসুস্থ অন্তঃসত্ত্বা মাকে উদ্ধার করলো সেনাবাহিনী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৩ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:১৫ পিএম
বন্যার কবল থেকে
অসুস্থ অন্তঃসত্ত্বা মাকে উদ্ধার করলো সেনাবাহিনী

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : বন্যায় চারদিক যখন ডুবন্ত তখনি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী টিম  এক অসহায় অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করলো। ওই নারী  গুরুতর অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।  

অসুস্থ অন্তঃসত্ত্বা নারীকে তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) ফেনী জেলার ফুলগাজী  এলাকা থেকে তাকে উদ্ধার করে সেনাবাহিনীর  অ্যাভিয়েশন হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে  একটি পোস্ট করেছে।  পোষ্টি থেকে এ তথ্য জানা যায়।

পোস্টে বলা হয়েছে, ওই নারীকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের অধীন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

এতে আরোও বলা হয়েছে, বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা সেনানিবাসের দায়িত্বপূর্ণ এলাকায় চলছে সেনাবাহিনীর উদ্ধার অভিযান, জরুরী চিকিৎসা প্রদান এবং ত্রাণ বিতরণ কার্যক্রম। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image