ডেস্ক রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ঢাকা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সনজিদা আক্তার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যু নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, ছাত্র ও কর্মচারীবৃন্দকে গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সনজিদা আক্তার ১ অক্টোবর (শনিবার) দুপুর ১২ টায় ঢাকা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ঢাকা সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: