জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬ অক্টোবর শনিবার বিশ্ব খাদ্য দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় সভাটিতে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফিয়া সারমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শোয়েবুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, এশিয়ান টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক ও সূধীজন।
আপনার মতামত লিখুন: