• ঢাকা
  • শনিবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর বেশির ভাগ মার্কেটই অগ্নিঝুঁকিতে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৪২ পিএম
রাজধানীর বেশির ভাগ মার্কেটই অগ্নিঝুঁকিতে
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ

নিউজ ডেস্ক : ঢাকার গাউছিয়া মার্কেটসহ রাজধানীর বেশির ভাগ মার্কেটই অগ্নিঝুঁকিতে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দোকান মালিক সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে এনএসআই, ডিজিএফআই ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ বলেন, অগ্নিঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম কাপড়ের মার্কেট গাউছিয়া। সিঁড়িতে দোকান, করিডোর উন্মুক্ত নয়, পর্যাপ্ত পানির ব্যবস্থা না-থাকাসহ বেশ কিছু ত্রুটির কথাও জানান তিনি।

এদিকে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতি জানিয়েছে, যেসব ত্রুটি আছে, শিগগিরই সমাধান করা হবে। 
 
ফায়ার সার্ভিসের তথ্যমতে, শুধু মার্কেট নয়, রাজধানীতে ১১ হাজারের বেশি ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে। গত মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের ৪টি মার্কেট আগুনে পুড়ে ছাই হয়েছে। এক নিমেষে হাজার হাজার দোকান শেষ। সব হারিরে নিঃস্ব এখন হাজারো মানুষ। 

আগুনের থাবা থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image