• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডি‌সিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী: আমলাতা‌ন্ত্রিক মনোভাব পরিহার করে জনগণের সেবক হতে হবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪০ পিএম
প্রধানমন্ত্রী
প্রথানমন্ত্রী শেখ হা‌সিনা

নিজস্ব প্রতি‌বেদক

আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বলেন, শুধু চাকরি করলেই হবে না, জনসেবাও করতে হবে। দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ ছাড়া সফল হওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার  তিনদিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তি‌নি জেলা প্রশাসকদের (ডিসি) খাদ্য উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবস্থা গ্রহণসহ ২৫টি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি শুধু প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করতে বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড না আসলে দেশ আরও এগিয়ে যেতো। করোনাকালে জেলা প্রশাসকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন শেখ হাসিনা। 

নির্বাহী প্রধান বলেন, অর্থনীতির স্বার্থে সবকিছুতে কৃচ্ছ্রসাধন করতে হচ্ছে। সবকিছুতে পরিমিতিবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

জানা গেছে, এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকবে। এর মধ্যে ২০টি অধিবেশন থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকেরা মোট ২৪৫টি প্রস্তাব জমা দিয়েছেন। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।

কোভিড-১৯ মহামারিকালে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় সারা বিশ্ব এখন হিমশিম খাচ্ছে। অনেক উন্নত দেশও অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে নিজেদের ঘোষণা দিয়েছে এও ব‌লেন সরকার প্রধান।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image