• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিংড়ায় লাইসেন্সবিহীন ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:২১ পিএম
লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা
লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় লাইসেন্স না থাকায় পশু ও মৎস্য খাদ্য বিক্রয় ও মজুদ করার অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার জামতলী বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জামতলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় লাইসেন্সবিহীনভাবে পশু ও মৎস্য খাদ্য বিক্রয় ও মজুদ করার অপরাধে পশু ও মৎস্য খাদ্য আইন ২০১০ অনুযায়ী ৩টি মামলায় সৌরভ ট্রেডার্সকে ৩ হাজার টাকা, মহাতাব স্টোরকে ২ হাজার ও মেসার্স আশা এন্টার প্রাইজকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, লাইসেন্স না থাকায় জামতলী বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকানিউজ২৪.কম / মো. আবু জাফর সিদ্দিকী/কেএন

আরো পড়ুন

banner image
banner image