• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৪ পিএম
আটোয়ারীতে
বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি জানান, রাজস্ব খাতের আওতায় ২০২২ -২৩ অর্থবছরে বিল নার্সারী কার্যক্রমের আওতায় আটোয়ারীতে তিনটি ইউনিয়নের তিনটি বিল নার্সারীতে সাইনবোর্ড, চুন খৈল, সার, মাছের খাদ্য, নেট, সুমিথিয়ন সুফলভোগী দলনেতার কাছে বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। সুবিধাভোগীদের মধ্যে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী গ্রহণ করেন, রসেয়া সুইচগেট সংলগ্ন বিলের সুবিধাভোগী মির্জাপুর ইউনিয়নের করিমুল ইসলাম, রসেয়া বিলের সুফলভোগী রাধানগর ইউনিয়নের মেহের আলী এবং বাগমারা বিলের সুফলভোগী বলরামপুর ইউনিয়নের আলমগীর হোসেন। 

মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিন পরেই বিভিন্ন প্রজাতির মাছের পোনা ওই বিলগুলোতে অবমুক্ত করা হবে। উপজেলা নির্বাহী অফিসার সুফলভোগীদের মৎস্য দপ্তরের পরামর্শ নিয়ে উপকরণ সমুহ যথা সময়ে সঠিক নিয়মে ব্যাবহার করার পরামর্শ দেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image