• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়িতে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা অনুষ্টিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৫ এএম
শিশু ও নারী উন্নয়নে  ওরিয়েন্টেশন
শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিন ব্যাপি শিশুও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫পর্যায়ে)সংশোধনী"শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্হানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে।

বুধবার (১জুন) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)১ম সংশোধনী” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে রামগড় তথ্য অফিস গনযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  আয়োজনে

রামগড়  সহকারি তথ্য অফিসার মো:বেলায়েত হোসেন  এর সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মশালায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মিল্টন এিপুরা
মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো:আব্দুল হাকিম  উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব  বলেন,  বাল্য বিবাহ বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে বাল্যবিবাহ বন্ধ করতে হলে প্রত্যেক পরিবারের অভিবাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কে সচেতন হতে হবে তাহলে  সম্ভব। মাদকাসক্ত, নিরাপদ সড়ক, নারী ও শিশুর অধিকার, সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব সকল বিষয়ে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এছাড়াও অনুষ্টানে জনপ্রতিনিধি, শিক্ষক,এনজিও কর্মী,ধর্মীয় নেতা,সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন  করেন।
 

ঢাকানিউজ২৪.কম / রিপন সরকার/কেএন

আরো পড়ুন

banner image
banner image