
জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিকদের সাথে উদয়াঙ্কুর সেবা সংস্থার তৃণমুল সাংবাদিকদলের শিশু সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজনে ইউএসএস এবং একশন এইড বাংলাদেশ সহযোগিতা করে।
ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আজিজ মজনু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ইউএসএসের উপজেলা সমন্বয়কারী কায়কোবাদ , সমকালের প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, ইত্তেফাকের প্রতিনিধি অনিল চন্দ্র রায়।
এতে অংশগ্রহণ করে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি অলিউর রহমান নয়ন, নিউ নেশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আলোকিত প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ ইউএসএসের তৃণমুল সাংবাদিক দলের সদস্যরা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: