
নিউজ ডেস্ক: করোনায় মারা গেলেন আরো এক চিকিৎসক। ৫ আগস্ট শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা.ফরিদা ইয়াসমিন। তিনি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। রেখে গেছেন স্বামী, এক ছেলে ও এক মেয়ে। তার স্বামী একজন ডেন্টাল সার্জন।
ডা. ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
ফরিদা ইয়াসমিন ছিলেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ১০ম ব্যাচের ছাত্রী।
ঢাকানিউজ২৪ডটকম/এসডি
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: