নিউজ ডেস্ক : দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ভারতের অংশে বাঁধ খুলে দেয়ায় বন্যা হয়েছে বলে গণমাধ্যমে প্রচার করা হলেও-এ ব্যাপারে সরকারিভাবে তথ্য দেয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে।
সাংবাদিকদের বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা ফারুক আরও বলেন, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে।
যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠত শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাতে এ বিষয়টি নিয়ে কথা হবে এবং সেখানে এ বিষয়টি পরিষ্কার হবে বলেও জানান তিনি৷
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: