
নিউজ ডেস্ক: মিরপুরে ঘটে গেল এক ইতিহাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জিতে গেল বাংলাদেশ। টানা তিন জয়ে টি২০ সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ ।
শুক্রবার মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৭ রান করে।
এর আগে টসে জিতে বাংলাদেশে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ৯ উইকেটে করে ১২৭ রান।
বৃষ্টির হানায় ম্যাচ শুরু হয় সোয়া এক ঘণ্টার পর। শুরুর দিকে ব্যাটসম্যানরা অবশ্য এর যথার্থতা প্রমাণ করতে পারেনি। পরে সাকিব-মাহমুদউল্লাহর ৪৪ রান, আফিফ-মাহমুদউল্লাহর ২৯ রান ও শেষভাগে মেহেদী-মাহমুদউল্লাহর ৩০ রানের জুটিই সমৃদ্ধ স্কোর পেতে সহায়তা করেছে।
সূত্র. ঢাকানিউ২৪ডটকম
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: