
জয়পুরহাট প্রতিনিধি: উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডার স্মরনে “হামনিকর কাথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার বিকাশ, সংস্কৃতি সংরক্ষণ, মুন্ডা ভাষা ও মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গঠণের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ১১তম বাংলাদেশ মুন্ডা সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে উপজেলার সুলতানপুর এলাকায় এই সম্মেলন অনষ্ঠিত হয়।
সম্মেলনে কার্তিক পাহানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি মহসীন আলী, সাধারন সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পৌর আ.লীগের সভাপতি এসকে আব্দুল হক ও স্থানীয় প্যানেল চেয়ারম্যান রাজু আহম্মেদ প্রমূখ।
সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মুন্ডা সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / আল-কারিয়া চৌধুরী/কেএন
আপনার মতামত লিখুন: