
নিউজ ডেস্ক: বিশিষ্ট রাজনীতিবিদ বগুড়া জেলা গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম আজ দুপুরে দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন)।
গণফোরাম এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, বাংলাদেশের অন্যতম সংবিধান প্রণেতা অধ্যাপক ড. আবু সাইয়িদ ও গণফোরামের মুখপাত্র সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে আমরা একজন সমাজসেবক, দেশপ্রেমী মানব দরদী রাজনীতিবিদকে হারালাম। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: