• ঢাকা
  • মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দক্ষিণ এশিয়ার প্রাণশক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশ: মেরিনা জাহান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
তাঁতসমৃদ্ধ এ অঞ্চলের রং সুতার দাম কমানো, খুকনী বহুমূখী উচ্চ বিদ্য
এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা

মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অন্তহীন সততা, অসাধারণ রাজনৈতিক দুরদর্শিতা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রাণশক্তিতে পরিণত হয়েছে । শেখ হাসিনার নেতৃত্বে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে যা অল্প সময়ের মধ্যেই চালু হবে।  বাংলাদেশের যা কিছু উন্নয়ন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। শনিবার দুপুরে খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এনায়েতপুর থানা ইয়ূথ ফোরাম কর্তৃক আয়োজিত সংবর্ধনায় এ কথা বলেন এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলার খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফিরোজ হাসান অনিকের সভাপতিত্বে ও এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সহ-সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলহাজ্ব আব্দুল মমিম মন্ডল। বিশেষ অতিথি শাহজাদপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, জনকণ্ঠ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ও এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের উপদেষ্টা মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম, ইউএনও শাহ মো. শামসুজ্জোহা, টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুছ সালাম, অরবিড এ্যাপারেলস লিঃ এর এমডি মোঃ আলীম আল রাজি প্রমূখ।

সংবর্ধনা সভায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের সভাপতি মোঃ জাকারিয়া তৌহিদ তমাল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুল্লাহ তুষার, এনায়েতপুর থানা আ.লীগ সেক্রেটারি আজগর আলী বিএসসি, সাবেক সেক্রেটার রাশেদুল ইসলাম সিরাজ, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, প্রধান শিক্ষক আবদুস সালাম, অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান বিএসসি, ছাত্র ফাইয়াজ ফারদীন প্রমূখ।

বক্তারা শাহজাদপুর এনায়েতপুর সড়কের উন্নয়ন, তাঁতসমৃদ্ধ এ অঞ্চলের রং সুতার দাম কমানো, খুকনী বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন ইউপি পরিষদ সড়কের সংস্কার ও মাঠ ভরাটের দাবী জানালে সংবর্ধিত নেতা স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে খুকনী এলাকাকে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করার আহবান জানান।

সংবর্ধিত নেতা প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি ও আব্দুল মমিম মন্ডল এমপি ওই স্কুল এন্ড কলেজের মাঠ ভরাটের কাজের উদ্বোধন করেন। এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের নেতৃবৃন্দরা অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image