
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নিজের জমির গাছ কাটতে বাঁধা প্রদান ও ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান কর্তৃক মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এম.এ আজ্জাতুল হাসান শান্ত নামে এক ব্যাক্তি।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছনদই গ্রামে নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে এম.এ আজ্জাতুল হাসান শান্ত দাবী করেন, চলাচলের সুবিধার্থে আমাদের নিজস্ব জমির উপর নিজস্ব অর্থায়নে একটি পারিবারিক রাস্তা তৈরী করি। সেই রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির কিছু গাছ রোপন করি। গত ৯ মে আমরা উক্ত গাছগুলোর মধ্যে ১৭ টি গাছ কর্তন করি। এমতাবস্থায় উক্ত ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান গ্রাম পুলিশের মাধ্যমে আমাকে চুরির অপবাদ দিয়ে একটি নোটিশ প্রেরন করে। এই চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানী ও মিথ্যা অপবাদ দেয়ার চেষ্টা করে। আমি এই মিথ্যা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদসহ প্রশাসনের সহযোগীতা কামনা করছি।
ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. মশিউর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর গ্রাম পুলিশের মাধ্যমে একটি নোটিশ প্রেরন করেছি। আজ্জাতুল হাসান শান্ত উক্ত নোটিশ গ্রহন না করে উল্টো আমার গ্রাম পুলিশকে হুমকি প্রদান করেছে।
ঢাকানিউজ২৪.কম / নুরনবী সরকার/কেএন
আপনার মতামত লিখুন: