
নিউজ ডেস্ক: ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা প্রখ্যাত লেখক আহমদ ছফার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ নিয়ে আলোচনা করেছেন। ব্র্যাক ব্যাংকে বই পাঠে উৎসাহী কর্মকর্তারা এ পাঠক চক্রটির সূচনা করেন।
এ পাঠক গ্রুপটি সাহিত্যের প্রতি ভালোবাসা জাগ্রত করে এবং সহকর্মীদের মধ্যে সহযোগিতা ও সাহিত্য সমালোচনামূলক চিন্তাভাবনাকে উৎসাহিত করে। এটি ছিল এ পাঠক চক্রের সদস্যদের দ্বিতীয় আলোচনা। ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ এবং কর্মসংস্কৃতির উন্নয়নে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারের সঙ্গে সংগতি রেখে এ রিডিং ক্লাবটি গঠন করা হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেনের মতে, এ উদ্যোগ সাহিত্য সম্পর্কে সহকর্মীদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ধারণা গভীরভাবে জানার সুযোগ দেবে।
প্রতি মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা একটি করে বই পড়েন এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মে মাসের সভায় তারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু-হোটেল’ গ্রন্থ নিয়ে আলোচনা করবেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: