• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশের জনগণ ক্ষমতাসীনদের বিতাড়িত করবে: ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:০৬ এএম
ঐক্যবদ্ধ হন, ধৈর্য্য ধরুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডেস্ক রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন, দেশের জনগণ ক্ষমতাসীনদের বিতাড়িত করবে।’ তিনি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছেন ।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘ঐক্যবদ্ধ হন, ধৈর্য্য ধরুন। তা না হলে আন্দোলনে সফল হওয়া যাবে না।’

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যারা কথায় কথায় গুলি করে তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমাদের নেতা আজ আট হাজার মাইল দূরে, নেত্রী গৃহবন্দি। আমাদের লড়াই করে এর থেকে বের হতে হবে। যারা তারেক রহমানকে বিশ্বাস করেন তাদের একটাই কাজ, ঐক্যবদ্ধ থাকা। আজকে শুধু তারেক রহমান কিংবা খালেদা জিয়ার লড়াই নয়। আমাদের দেশ স্বাধীন রাখতে পারব কি না, একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারব কি না সেই লড়াইও করতে হবে।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ছয় মাস ছয় মাস করে সাময়িক মুক্তি দিয়ে আরেকটা কৌশল হাতে নিয়েছে সরকার। তাকে কীভাবে আটকে রাখা যায় তার কৌশল এটা। সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে।’

বিএনপি নেতা বলেন, ‘বিচার বিভাগ দলীয়করণ করায় খালেদা জিয়াকে সাজা দেওয়ার পরও জামিন দেওয়া হয়নি, বরং ৫ বছরের সাজা ১০ বছর বাড়ানো হয়েছে।’

এসময় তিনি দাবি করেন, বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকেও দেশে আসতে দেবে না বলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তিনি (জোবায়দা) যেন দেশে আসতে না পারেন সে জন্য উচ্চ আদালত তার মামলা খারিজের আবেদন নাকচ করে মামলা চলার কথা বলছেন।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image