
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা শহীদ শহিদুল ইসলাম সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। বিটঘর স্বর্গীয় ধীরেন্দ্র চন্দ্র সাহার বাড়ি হতে আদর্শ গুড়িগ্রাম পর্যন্ত রাস্তায় গর্ত হওয়ায় ঝুকিতে যাত্রীরা যাতায়েত করছে।প্রতিদিন ঘটে যাচ্ছে নানা দূর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,অত্র ইউনিয়নের বিটঘর স্বর্গীয় ধীরেন্দ্র চন্দ্র সাহার বাড়ি হতে আদর্শ গুড়িগ্রাম পর্যন্ত এই রাস্তা টি দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীরা অটোরিকশা সিএনজি দিয়ে যাতায়েত করে।রাস্তা টির বিভিন্ন যায়গায় গর্ত হওয়ায় যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এতে প্রতিদিন ঘটে যাচ্ছে নানা ধরনের দূর্ঘটনা। স্কুুল- কলেজ, মাদ্রাসায় পড়োয়া ছাত্র-ছাত্রীই বেশিরভাগ এই দূর্ঘটনার শিকার হতে দেখা যায়।
স্থানীয় বাসীন্দারা বলেন, এই রাস্তা টি দীর্ঘ দিন ধরে বেহাল দশা অস্থায় রয়েছে।প্রতিদিন নানা ধরনের দূর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। এই রাস্তাটি সংস্কার হলে সহজে যাত্রীরা যাতায়েত করতে পারবে। এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয় কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
একজন যাত্রী বলেন, তদারকির বেলায় কেহ কথা বলে না, দেখেও না।রাস্তাটির বেহালদশা চোখে দেখেও, না দেখার বান করে চলে যান জনপ্রতিনিধিরা। নির্বাচন আসলেই নানানভাবে মুখের রসানো বাক্য শুনায়, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ফেলবে, বলে ভোট আদায় করে থাকে। পাশ করার পরে কে, কার কথা খবর রাখে।
অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বলেন-এই রাস্তাটি যেহেতু এলজিআরডি আওতাধীন, তাই উনাদের সুদৃষ্টি কামনা করি"। এই বেহালদশা রাস্তাটি নিরসনের জন্য, উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: