এনএস ডেস্ক : রাজধানীর অদূরে আশুলিয়া অঞ্চলে শ্রমিক অসন্তোষ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে আজ রোববার আশুলিয়ায় সব পোশাক কারখানা খুলে দেওয়া হবে। গতকাল শনিবার অন্তত ৩৬টি কারখানা বন্ধ ছিল।
বিজিএমইএর পরিচালক আশিকুর রহমান তুহিন শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন । বিগত কয়েক দিনের তুলনায় শনিবার কারখানা ভাঙচুর ও অসন্তোষের সমর্থনে মিছিল কম হয়েছে বলেও জানান তিনি।
আশিকুর রহমান তুহিন বলেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার পরিস্থিতি অনেক উন্নত ছিল, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যথেষ্ট উপস্থিতি ছিল এবং সক্রিয়ভাবে কাজ করছেন তারা । রোববার থেকে পরিস্থিতি আরো উন্নত হবে এবং সবাই যথাযথভাবে কাজে যোগদান করবে আশা করছি ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: