
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের গৌরীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
বহিষ্কারের সুপারিশকৃত ওই দুই চেয়ারম্যান প্রার্থী হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও মাওহা ইউনিয়ন
পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আল ফারুক (ঘোড়া প্রতীক) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীনূর আলম শাহীন।
শনিবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হক রাকিব সাক্ষরিত এক পত্রে জেলা স্বেচ্ছাসেবক লীগের কাছে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি সোহেল রানা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করে জেলায় পত্র দেয়া হয়েছে। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বহিষ্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। এছাড়া দলীয় সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার সিধলা ও সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: