• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঝিনাইগাতীতে পাঁচদিনে ভূমি উন্নয়ন কর আদায় ১ কোটিরও বেশি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০৭ পিএম
ভূমি উন্নয়ন কর আদায় ১ কোটি ১০ লাখ টাকা
ভূমি উন্নয়ন কর

শেরপুর প্রতিনিধি: ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাত্র পাঁচদিনে ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। সোমবার (২৩ মে) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি ও ইউনিয়ন ভূমি কার্যালয়গুলোতে ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তরসহ ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৯ মে) থেকে আজ  সোমবার (২৪ মে) পর্যন্ত এ উপজেলায় ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১ কোটি ১০ লাখ টাকা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বলেন, আমরা মাত্র পাঁচদিনে ১ কোটি ১০ লাখ টাকার ভূমি উন্নয়ন কর আদায় দৃষ্টান্ত স্থাপন করেছি। জমির মালিকানা নিষ্কণ্টক রাখতে সবাইকে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আহ্বান করেছেন তিনি।

 

ঢাকানিউজ২৪.কম / জাহিদুল হক মনির/কেএন

আরো পড়ুন

banner image
banner image