• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আখাউড়া স্থলবন্দরে বিশ্বকর্মা পুজা উপলক্ষে ২ দিন আমদানী রপ্তানী বন্ধ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৪ এএম
বিশ্বকর্মা পুজা উপলক্ষে
আমদানী রপ্তানী বন্ধ

মনিরুজ্জামান মনির , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ  ভারতের ত্রিপুরায় বিশ্বকর্মা পুজা উদযাপনের জন্য বাংলাদেশের আখাউড়া স্থলবন্দর ১৭ সেপ্টেম্বর ও ১৮ সেপ্টেম্বর দুই দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। ত্রিপুরার ব্যবসায়ীদের সংগঠন ইন্দো-বাংলা আমদানী-রপ্তানীকারক এক চিঠির বিষয়টি বাংলাদেশের আখাউড়ার স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানী রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানী-রপ্তানীকারক সংগঠনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে জানিয়েছে বিশ্বকর্মা পুজা উদযাপনের জন্য শনিবার ও রোববার আমদানী রপ্তানী করবে না। যেহেতু ভারতের ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী বন্ধ করবে তাই আমাদেরকে রপ্তানী বন্ধ রাখতে হচ্ছে। তবে বন্দরের আমাদের স্বাভাবিক কাজকর্ম করবো। সোমবার থেকে যথারীতি আমদানী রপ্তানী শুরু হবে।

এদিকে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও আখাউড়া চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, পুজা উপলক্ষে আমদানী রপ্তানীবন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image