• ঢাকা
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিইসি কুমিল্লা যাচ্ছেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫৪ এএম
সিইসি যাচ্ছেন কুমিল্লা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল বাশার

ডেস্ক রিপোর্টার:  রোববার (২৯ মে) কুমিল্লায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল বাশার। প্রধান নির্বাচন কমিশনার সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের সঙ্গে নির্বাচন আচরণবিধি নিয়ে মতবিনিময় করবেন।

সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (এনআইডি উইং) মো. শাহেদুন্নবী চৌধুরী, নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর ১৪৭ জন প্রার্থীকে সকাল সাড়ে ১০টার মধ্যে শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিইসি।

আগামী ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় ২ জনসহ ৫ প্রার্থী এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৬ মহিলা কাউন্সিলর
প্রার্থী, ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডে ১০৬ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের ৫ নম্বর এবং ১০ নম্বর ওয়ার্ডের একক প্রার্থী হওয়ায় সাবেক ২ ওয়ার্ড কাউন্সিলর ২টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে কুমিল্লা নগরীতে চলছে ব্যাপক প্রচারণা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টায় পর্যন্ত নির্বাচনের একদিন আগে ১৩ জুন রাত ৮টা পর্যন্ত প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলবে।

 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image