• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস দম্পতি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:১০ পিএম
আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন
মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস

নিউজ ডেস্ক:  দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানি লন্ডারিং মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রাক্তন মন্ত্রী মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাস। প্রায় ২১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়।

বুধবার (১৫ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামান এই দম্পতির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন। পাশাপাশি মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেওয়া হয়েছে। মির্জা আব্বাস দম্পতির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। আদালত বিশ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে রাজধানীর শাহজাহানপুর থানায় এ মামলা করেন। দুদকের প্রধান কার্যালয়ে কমিশন সভায় মামলাটি অনুমোদন দেওয়া হয়।

দুদক জানায়, মির্জা আব্বাস উদ্দিন আহমেদের স্ত্রী মিসেস আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার সম্পদ পাওয়া যায়। যা প্রকৃতপক্ষে মির্জা আব্বাসের সহায়তায় অবৈধ উৎস থেকে অর্জিত।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image