• ঢাকা
  • বুধবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

প্রথম প্রান্তিকে ব্যাংক অব আমেরিকার মুনাফা কমেছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৮ পিএম
উচ্চ নিট সুদের আয় এবং ক্ষতির মুখে থাকা
ব্যাংক অব আমেরিকার মুনাফা

নিউজ ডেস্ক:  চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা কমার কথা জানিয়েছে ব্যাংক অব আমেরিকা। মার্কিন বিনিয়োগ ব্যাংকটির মুনাফা কমার হার গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ। যদিও এ হার প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোর তুলনায় কম। উচ্চ নিট সুদের আয় এবং ক্ষতির মুখে থাকা রুশ সম্পদের পরিমাণ কম হওয়ায় দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটির মুনাফায় এর প্রভাব সামান্য ছিল। খবর এপি।

নর্থ ক্যারোলিনা ভিত্তিক ব্যাংকটি জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে ৭১০ কোটি ডলার মুনাফা পেয়েছে ব্যাংক অব আমেরিকা। শেয়ারপ্রতি এ মুনাফার পরিমাণ ৮০ সেন্ট। যেখানে গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ৮০৫ কোটি ডলার কিংবা শেয়ারপ্রতি ৮৬ সেন্ট ছিল। এ ফলাফল বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

প্রথম প্রান্তিকে ব্যাংক অব আমেরিকার মতো অন্যান্য বৃহৎ পাঁচটি ব্যাংকের মুনাফাও কমেছে। এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় সিটিগ্রুপের মুনাফা ৪৭ শতাংশ, গোল্ডম্যান স্যাকসের ৪৩ শতাংশ, জেপি মরগানের ৪২ শতাংশ, ওয়েলস ফার্গোর ২১ শতাংশ ও মরগান স্ট্যানলির ১১ শতাংশ কমেছে।

ব্যাংক অব আমেরিকার নিট সুদের আয় ১৩ শতাংশ বেড়ে প্রায় ১৪০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময়ে ব্যাংকটির বৃহত্তম রাজস্ব ও মুনাফার উৎস ভোক্তা ব্যাংকিং বিভাগের আয়ও ব্যাপকভাবে বেড়েছে। এ বিভাগের মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। ঋণ ও সুদের হার থেকে উচ্চ আয় এ মুনাফা বাড়াতে সহায়তা করেছে। আমানতও লক্ষণীয়ভাবে বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানত ১৪ শতাংশ বেড়ে ১ লাখ ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে।

আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাপটাস ক্যাপিটাল অ্যাডভাইজারের পোর্টফোলিও ব্যবস্থাপক ডেভিড ওয়ারগনার বলেন, এ পরিসংখ্যান ব্যাংক অব আমেরিকার জন্য খারাপ ফলাফল না। বিশেষ করে ঋণ থেকে বিপুল পরিমাণ মুনাফা পেয়েছে ব্যাংকটি।

আবার ইউক্রেনে আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণেও খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি ব্যাংক অব আমেরিকা। ব্যাংকটির এ ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি ডলার। যেখানে এ ক্ষতি মোকাবেলায় সিটিগ্রুপকে ১৯০ কোটি ডলার আলাদা বরাদ্দ করতে হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image