
মোঃ জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে মহসীন মিয়া মধু ৫৯৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছে । মহসীন মিয়া মধু ৪র্থ বারের মত মেয়র হলেন।
মধু মিয়ার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকে নিয়ে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ভোট পেয়েছেন ৫৫৩২ ভোট। বেসরকারিভাবে বর্তমান মেয়র মহসীন মিয়া মধু ৪৫৭ ভোটে ব্যবধানে বিজয়ী হয়েছেন।
কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে বিজয়ী ১ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে মোঃ আলখাছ মিয়া তিনি ভোট পেয়েছন ৭১৮ ভোট বিজয়ী, ২ নং ওয়ার্ডে পাঞ্জাবি প্রতীকে আব্দুল জব্বার আজাদ তিনি পেয়েছেন ৮৮৭ ভোট পেয়ে বিজয়ী,
৩ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে হানিফ চৌধুরী ৮৩১ ভোট পেয়ে বিজয়ী, ৪ নং ওয়ার্ডের বিনাপ্রতিদ্বিতায় বিজয়ী জাহাঙ্গীর আলম সোহাগ,
৫ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে মসুদূর রহমান মসুদ তিনি ১০৭৫ ভোট পেয়ে বিজয়ী,৬ নং ওয়ার্ডের উট পাখি প্রতীকে মোঃ আব্দুল করিম ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী।
৭ নং ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকে মীর এম এ সালাম ভোট ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী , ৮ নং ওয়ার্ডের পাঞ্জাবী প্রতীকে ৯৯৫ ভোট পেয়ে বিজয়ী,
৯ নং ওয়ার্ডে উট পাখি প্রতীকে চয়ন কুমার রায় তিনি ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২৩,ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে তানিয়া আক্তার ১১৫২ ভোট পেয়ে বিজয়ী,
৪,৫,৬ ওয়ার্ডে আনারস প্রতীকে রোকেয়া পারভীন পেয়েছেন ২৯৭৩ ভোট পেয়ে বিজয়ী,
৭,৮, ৯ ওয়ার্ডে আনারস প্রতীক নিয়ে শারমিন জাহান বিজয়ী তিনি পেয়েছেন ১৮৮৮ ভোট পেয়ে বিজয়ী। বৈধ ভোট পড়েছে ১১৭৪২,বাতিলকৃত ভোট পড়েছে ৩১,সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১১,৭৭৩ ভোট।
নির্বাচনে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং নারী ভোটারা ছিল পুরুষের তুলনায় বেশি উপস্থিতি ছিল।
মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: