নিউজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে স্পিড বোট মালিক ও সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে নিজের সামর্থের সবটুকু দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন সর্বস্তরের মানুষ। উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে স্পিড বোট মালিক ও সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান তাদের।
পূর্ব সতর্কতা ছাড়া বাঁধ খুলে দেয়ায় ভারতের সমালোচনা করে করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান সমন্বয়করা। ভারতের বর্তমান আচরণের ওপর ভিত্তি করেই আগামী দিনে কূটনৈতিক সম্পর্ক নির্ধারিত হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: