
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: ঘন কুয়াশায় ভোটাররা সকাল সাড়ে ৭ টায় শ্রীমঙ্গলে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের সংখ্যা বাড়তে থাকে।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮টি ইউনিয়নে ৫ জানুয়ারী বুধবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। কনকনে শীতের কারণে শুরুতে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে।
পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে কমলগঞ্জে ৩৩ জন, সাধারন সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ভোটার ১লক্ষ ৮০ হাজার ৯৩৮ জন।
এদিকে কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে সংবাদ সংগ্রহে করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন এটিএনবাংলা ও এটিএননিউজ টেলিভিশনের ক্যামেরাপার্সন হোসেন বকশ। ছিনতাইসহ মার ধরের কারনে মারাত্মক জখম হয়ে বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে, শ্রীমঙ্গলে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা রবেন। ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন। শ্রীমঙ্গলে এখনও কোন প্রকার কোন ঘটনা ঘটেনি। প্রশাসন মাঠে কঠোর অবস্থা আছে।
শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া র্যাব, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে নির্বাচনী এলাকায়।
ঢাকানিউজ২৪.কম / মোঃ জহিরুল ইসলাম/কেএন
আপনার মতামত লিখুন: