• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশে নিপা ভাইরাস আক্রান্তে ৫জনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১৭ পিএম
আক্রান্ত ৫জনের মৃত্যু
নিপা ভাইরাস

নিউজ ডেস্ক : এখন পর্যন্ত সারা দেশে নিপা ভাইরাসে আক্রান্ত ৮জন রোগীর মধ্যে পাঁচজনই মারা গেছেন। এর কোনো ওষুধ নেই। নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস পান না করার জন্য অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বেশকিছু এলাকায় নিপা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আমাদের কাছে যে আটজন রোগী এসেছেন তারমধ্যে মারা গেছেন পাঁচজন। সাধারণত খেজুরের রস খেলে এ ভাইরাসের আক্রান্ত হয় মানুষ। এ ভাইরাসের বহন করে বাদুড়। বাদুড়ের খাওয়া খেজুরের রস পান করলে মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়। অসুস্থ মানুষের সংস্পর্শে আসলে দ্রুত ছড়ায় এটি। তখন মাল্টিপল সংক্রমণ হয়। আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, এ ভাইরাস থেকে রক্ষায় মানুষকে সচেতন করতে পদক্ষেপ নেয়া হয়েছে। আমরা টিভিসি তৈরি করেছি, সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে চিকিৎসা দেয়া হচ্ছে। এটা যাতে বেশি না ছড়ায়, সেক্ষেত্রে আমরা সতর্ক আছি।

এবার খেজুরের রসের উৎপাদন বেশি হওয়ায় রোগটি বেশি ছড়াতে পারে বলেও আশঙ্কা করেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিপা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুহার ৭০ শতাংশ। এতে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ রোগের কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসা নেই। এর কোনো ভ্যাকসিন নেই। খেজুরের কাঁচা রস কোনোভাবেই খাওয়া যাবে না। দেশবাসীকে আরও বেশি সাবধান থাকতে হবে।

সংবাদ সম্মেলনে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ছাড়াও বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অন্য বিষয়াদি নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image