
মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউভার্সিটি ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ চা বোর্ড একদিনের ক্লাস সেশনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০ টায় বাংলাদেশ নিলাম কেন্দ্র, ১২ টায় বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র এবং বিকাল তিনটা বাংলাদেশ চা বোর্ড সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ২ য় বর্ষের শিক্ষার্থীদের সাথে ফিল্ড ওয়ার্ক ক্লাস অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে পরিচালক জহর তরফদার, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন চা গবেষণার কার্যক্রম তুলে ধরেন, বাংলাদেশ চা বোর্ড প্রকল্প উন্নয়ন কর্মকর্তা মো: রেজাউল করিম চা বাগানের প্রকল্প উন্নয়ন ইউনিট চা বোর্ডের কার্যক্রম তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা: ইফতেখার রহমান ও লেকচারার জাহিদ হাসান সৌরভ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: