
নিউজ ডেস্ক : গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী যৌথ বিবৃতিতে বলেন- ইসরাইলের বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশু সহ প্রায় অর্ধ শতাধিক নিহত ও আহত প্রায় পাঁচ শতাধিক।
নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। নির্বিচারে শিশু সহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে অধিকৃত অঞ্চল হতে ইসরাইলের সৈন্য প্রত্যাহারের মাধ্যমে স্থায়ী সমাধানের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতে বিচারের জোর দাবী জানাচ্ছি।
বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায় সঙ্গত সংগ্রামকে সমর্থন প্রদান করে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের ন্যায় সঙ্গত দাবী স্বাধীন রাষ্ট্র গঠনে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: