নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রিয়াজ বরিশাল জেলার হিজলা উপজেলার লক্ষিপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে। তিনি বরিশাল মুলাদি সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকার নিউমার্কেট এলাকায় একটি তৈরি পোশাকের দোকানে চাকরি করতেন। ঢাকায় থাকার সময় তিনি হাজারীবাগ সেকশনের খালা তন্নি আক্তারের বাসায় থাকতেন।
রিয়াজের বড় ভাই রেজাউল করিম জানান, রিয়াজ গ্রামের কলেজে পড়াশোনা করতেন এবং পরীক্ষা দেওয়ার জন্য মাঝে মাঝে ঢাকায় আসতেন। তিনি ঢাকায় খালার বাসায় থেকে তার খালার দোকানে প্রায় ৩-৪ বছর ধরে কাজ করছিলেন। গত ৪ আগস্ট দুপুরে ঝিগাতলা এলাকায় আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন যে রিয়াজ মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: