বাংলাদেশে কারও প্রেসক্রিপশন অনুযায়ী নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, আমরা রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। রাজনীতির সঙ্গে যখন সশস্ত্র কিছু যোগ হবে আমরা চুপ করে বসে থাকতে পারি না। নির্বাচন পর্যন্ত মাঠে সতর্ক অবস্থানে থাকবো। বিদেশিরা রাজনীতিতে হস্তক্ষেপ করছে না। তারা নির্বাচন নিয়ে পরামর্শ দিচ্ছে। ভালো পরামর্শ দিলে শুনবো। কিন্তু কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকবো না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার থাকবে।
তিনি বলেন, ‘২০১৪ বা ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ আসে বারবার। যারা এই প্রসঙ্গ তুলছেন তাদের দেশের গণতন্ত্রের দিকে মনোযোগ দেওয়া উচিত। কাউকে খুশি করার জন্য না, প্রধানমন্ত্রী নিজেই বলছেন, দেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং এটাই সত্য। বিএনপি নির্বাচনে আসুক সরকার এখনও চায়। একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেশে হবে এটা আমরা চাই। তবে বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
বাংলাদেশে পুরোপুরি গণতন্ত্র চলে এসেছে– এটা এখনও আমরা বলতে পারবো না। আরও কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হোক, তখন গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশি কারও প্রেসক্রিপশন নিয়ে আমাদের দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমাদের দেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিদেশিরা পরামর্শ দিতে পারে– কতটুকু নেবো আর কতটা নেবো না সেটা আমাদের ব্যাপার।
তিনি বলেন, ‘এখন বাংলাদেশে এমন একটা সরকার আছে যারা সত্যকে লুকাচ্ছে না। বিএনপি যা-ই বলুক, দ্রব্যমূল্য নিয়ে এটা তাদের মনগড়া কথা।
ঢাকানিউজ২৪.কম / এস
আপনার মতামত লিখুন: