• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অন্য বাজারের চাপের কারণেই মূল্যস্ফীতি বেড়েছে : পরিকল্পনামন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০২ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৭ পিএম
অন্য বাজারের চাপের কারণেই মূল্যস্ফীতি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ডেস্ক রিপোর্টার: মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ আমাদের বাজারের ব্যর্থতা না বলেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আমাদের বাজার এখন বিশ্ব বাজারের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। অন্য বাজারের চাপগুলো আমাদের এখানে এসেছে। মূলত এ কারণেই মূল্যস্ফীতি বেড়েছে।

বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে নিজ দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আইএলও চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা বলেছে। আমরা সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। সামনে আরো বাড়ানোর কাজ চলছে। উপকূলীয় জেলেদের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

আইএমএফ’র ঋণ এলে অর্থনীতি স্বস্তির জায়গায় আসবে কি না, এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, আইএমএফ’র ঋণে সাময়িক স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই।

বৈঠকে আইএলও’র ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) বিশেষজ্ঞ গুনজান দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং, প্রোগ্রাম অফিসার খাদিজা খন্দকার উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image