• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিআরটিএ অফিসের পাঁচ দালাল আটকের পর ৫০০ টাকায় মুক্তি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৬ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩০ পিএম
পাঁচ আটককে আটক করেছে র‌্যাব
আটককৃত দালালচক্র

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি: বিআরটিএ অফিস এলাকায় অভিযান চালিয়ে পাঁচ দালালকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব) নীলফামারী সিপিসি-২ এর অভিযানিক দল। রোববার ৫ সেপ্টেম্বর দুপুরে এই অভিযানে আটক ৫ দালাল হলেন-জেলা শহরের মাধারমোড় এলাকার শুনিল চন্দ্রের ছেলে স্বাধীন ঘোষ,গোড়গ্রাম ইউনিয়নের ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর, কিশোরীগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর এলাকার ওয়ালিউল্লাহ শাহের ছেলে শেরশাহ, উকিলপাড়ার আব্দুল হামিদের ছেলে জাহিদ হোসেন ও জেলা শহরের  নতুন বাজার এলাকার রমজান আলীর ছেলে সুমন ইসলাম।

ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেকের পাঁচশো টাকা করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ রকম কাজে জড়িত থাকবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

এ সময় উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) রমিজ আলম। অন্যান্যদের মধ্যে র‌্যাবের কর্মকর্তা ছাড়াও বিআরটিএ এর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

র‌্যাব নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) এর কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে অভিযোগ ছিল। সে কারণে সেখানে অভিযান পরিচালনা করা হয়। আটকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণ করে ছেড়ে দেয়া হয়।

ঢাকানিউজ২৪.কম / মহিনুল ইসলাম সুজন

আরো পড়ুন

banner image
banner image