পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ চিকিৎসকের ৩১টি পদ থাকলেও এর বিপরীতে আছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আবাসিক চিকিৎসকসহ ১০ জন।এর মধ্যে ৩ জন রয়েছেন নারী চিকিৎসক।২১ টি চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় পাঁচ লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
চিকিৎসক ছাড়াও তৃতীয় ও চতূর্থ শ্রেনী কর্মচারীর ৪টি পদের রয়েছে মাএ ১ জন। এক্সেমেশিন পরিচালনার জন্য কোন টেকনোলজিস্ট না থাকায় কর্তৃপক্ষ এক্সে মেসিনটি অন্যত্র নিয়ে যায়। ফলে রুগীরা নানা ভোগান্তীর শিকার হচ্ছেন । তাছাড়া প্যাথলজী বিভাগের কর্মচারী না থাকায় রোগীদের পরীক্ষা- নিরীক্ষা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে মঠবাড়িয়া সহ পাশ্ববর্তী বামনা,পাথরঘাটা, বেতাগী ও স্নরনখোলা উপজেলার হাজার হাজার রোগীরা।এদিকে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পেয়ে ক্লিনিকের ঝুঁকে পড়েছে।ফলে গুটি কয়েক ক্লিনিক ছাড়া অধিকাংশ ক্লিনিকে কাঙ্খিত সেবা না পেয়ে প্রতারিত হচ্ছেন রোগীরা।
জানা গেছে, পিরোজপুর জেলার মধ্যে টিকাদান ও স্বাস্থ্য সেবায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তৃতীয় অবস্থানে রয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দাপ্তরিক কাজের জন্য সব সময় ব্যস্ত থাকতে হয়।এ অবস্থায় ৩ জন নারীসহ ৬ জন চিকিৎসক দিয়ে ৫০ শয্যা এই হাসপাতালের আউটডোর, ইনডোর ও জরুরি বিভাগ পরিচালনা করা খুবই কষ্টকর।গত ১৬ সেপ্টেম্বর ২৩' উপজেলা স্বাস্থ্য কমপ্লে-ক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নিত করা হয়।পুরাতন ভবন ভেঙ্গে ৩১ কোটি টাকা ব্যয়ে ৫ টি বহুতল ভবনের নির্মান কাজ শুরু হলেও ধীর গতিতে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারীগন জরাজীর্ণ ভবনে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো কার্যক্রম পরিচালনা করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে.এম রাসেল জানান,অতিসত্বর কমপক্ষে ১০জন চিকিৎসক পদায়িত হলে এবং হাসপাতালের নির্মাণাধীন কাজ নির্দিষ্ট সময় শেষ হলে সুষ্ঠুভাবে জনবহুল উপজেলায় সেবা প্রদানে সহায়ক হবে।চিকিৎসক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয় পিরোজপুর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদেশে স্বাস্থ কমপ্লে-ক্সে গুলোতে চিকিৎসক সংকট চলছে।
চিকিৎসক সংকট ধরনের জন্য অচিরেই যাতে চিকিৎসক পদায়ন করা হয় সে জন্য বরিশালের পরিচালক (প্রসাসন) সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: