• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার হাকিম জেফরিস


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০২ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম
রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাউস ডেমোক্র্যাটরা
নতুন স্পিকার হাকিম জেফরিস

নিউজ ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের  নতুন স্পিকারের দায়িত্ব পেলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতা হিসেবে হাকিম জেফরিস।

অবশেষে তাকেই বেছে নিয়েছেন হাউস ডেমোক্র্যাটরা। তিনি স্পিকার ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হলেন। একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে এ পদে তিনি নির্বাচিত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ক্যাপিটল হিলে এক রুদ্ধদ্বার বৈঠকে এ সিদ্ধান্ত নেন হাউস ডেমোক্র্যাটরা।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

আগামী বছরের জানুয়ারি পর্যন্ত পেলোসি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। তখন দুই মেয়াদে ডেমোক্র্যাটিক মাইনোরিটির নেতৃত্ব দেবেন জেফরিস। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এ দায়িত্ব পালন করবেন ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image