
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র পিনাক সাহা পার্থ জাতীয় পর্যায়ে নজরুল সংগীতে দেশ সেরা হয়েছে।
সোমবার (১৯ জুন) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৯ম-১০ম শ্রেণি (খ বিভাগে) গ্রুপে নজরুল সংগীতে প্রথম স্থান অধিকার অর্র্জন করেছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিতিতে পুরষ্কার গ্রহন করে দেশ সেরা বিজয়ী পিনাক সাহা পার্থ। এসময় তাকে একটি স্বর্ণের মেডেল, ক্রেষ্ট, নগদ ১০ হাজার টাকাসহ একটি সনদপত্র তার হাতে তুলে দেওয়া হয়। জানাগেছে, পিনাক সাহা পার্থ নান্দাইল পৌরসদরের বাসিন্দা টেলিভিশন ও বেতার শিল্পী বিরাজ সাহা তাপ্পি’র পুত্র। তার মাতা শিল্পী রানি সাহা।
পার্থ স্থানীয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। ছোটকাল থেকেই পার্থ’র সংগীতের প্রতি প্রচন্ড আগ্রহ। তার বাবার কাছেই সংগীতের প্রথম হাতেখড়ি। এর আগে সে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতায় উপজেলা জেলা পর্যায়ে নজরুলসংগীত, দেশাত্ববোধক ও উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান লাভ করে।
জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতাতেও নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে প্রথম স্থান অধিকার করেছিল। বর্তমানে সে ভারতের ওস্তাদ অর্ঘ্য চক্রবর্ত্তী’র কাছে অনলাইনে উচ্চাঙ্গ সংগীতের তালিম নিচ্ছে। পার্থ বড় হয়ে লেখাপড়ার পাশাপাশি একজন ভাল মানের সংগীত শিল্পী হতে চায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: