• ঢাকা
  • শুক্রবার, ১৪ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লাকসামে নূরজাহান ফাউন্ডেশনের ভাষা দিবসের অনুষ্ঠানমালা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২১ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫১ পিএম
শিক্ষার্থীদের মাঝে জামা বিতরণ
ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ

মশিউর রহমান সেলিম, কুমিল্লা:  কুমিল্লার লাকসামে আর্ন্তজাতিক ভাষা দিবস উপলক্ষে সোমবার সকালে উত্তরদা ইউপি’র চন্দনা নূরজাহান ফাউন্ডেশন ও ভাষা সৈনিক আবদুল জলিল স্মৃতি সংসদ যৌথ আয়োজনে নানান অনুষ্ঠানমালা পালন করেছে।

স্থানীয় ভাবে প্রকাশিত সাপ্তাহিক লাকসাম সম্পাদক নুরুউদ্দিন জালাল আজাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং মা-মনি হাসপাতালের সৌজন্যে উত্তরদা উচ্চ বিদ্যালয়ে নানান কর্মসূচীর মধ্যে সকালে ভাষা সৈনিক আব্দুল জলিলের কবরে পুস্প্যমাল্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন, শিক্ষার্থীদের মাঝে জামা বিতরণ এবং বিশেষজ্ঞ ৫ জন চিকিৎসকদ্বারা ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করেছে ওই সংগঠনটি।

এসময় স্থানীয় ইউপি চেয়যারম্যান মোঃ ইমাম হোসেন, ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আবু ইউছুফ বাচ্চু, ইউপি আ’লীগ সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, ডাক্তার আব্দুল আলী, ডাঃ ফজলুল কাদির, ডাঃ তারান্মুম জাহান প্রীতি, ডাঃ এম.এ শাহজাহান মজুঃ, প্রধান শিক্ষক মোঃ ইদ্রিছ আলী, সাংবাদিক মশিউর রহমান সেলিম, হারবাল চিকিৎসক মাহবুবু রাব্বানী দিদার, শিক্ষক কাজী নুরুল আমিন, আ’লীগ নেতা মোজাম্মেল হক মামুন ও হুমায়ুন কবির সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সার্বজনীন লোকজন উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image