
মোঃ জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে নয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মসজিদ মার্কেটের পাশ হতে ৪ ফুট উচ্চতার একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মসজিদ মার্কেট এর পাশ হতে ৪ ফুট উচ্চতার অজগর সাপ দেখে স্থানীয়রা খরব দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে উদ্ধার করে।
বাংলাদেশ বন্য প্রানী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, স্থানীয়রা হঠাৎ একটি অজগর সাপ দেখে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন খবর দিলে আমরা কয়েক ঘন্টা ছড়ার পার হতে অভিযানে করে সাপটি উদ্ধার করি সাপ টিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসি তারপর বন বিভাগের কাছে হস্তান্তর করি ।
এব্যাপারে বন বিভাগের রেইঞ্জ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, আমাদের কাছে বাংলাদেশ বন্য প্রানী ফাউন্ডেশনের লোক গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে একটি ৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হস্তান্তর করে। সাপ পুরো সুস্থ্য থাকার কারনে গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: