• ঢাকা
  • বুধবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক বিএনপির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
হরতাল
ফাইল ছবি

নিউজ ডেস্ক:  কাল রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল সন্ধ্যা-হরতাল ডেকেছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এই কর্মসূচি ঘোষণা করেছেন।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনের সমাবেশ থেকে এই ঘোষণা দেন তিনি। এর আগে বিএনপি মহাসচিব বলেন, সরকারের পেটোয়া সন্ত্রসীবাহিনী পরাজিত হয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। এদের চক্রান্ত সফল হতে দেব না। শান্তিপূর্ণভাবে সমাবেশ চলবে।

এদিকে, রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে কিছুটা উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে। নয়াপল্টনের কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপির বিপুল নেতাকর্মী। আর বায়তুল মোকাররম দক্ষিণ গেইট মুখর হয়ে উঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

এরমধ্যে, কাকরাইলের সার্কিট হাউজের সামনে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। জানা যায়, আওয়ামী লীগ কর্মীদের বহনকারী গাড়ি বিএনপির একটি মিছিলের পাশ থেকে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় বিএনপি কর্মীরা ওই গাড়িতে হামলা চালায়। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। এ ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, বিএনপির হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। তবে, বিএনপির পক্ষ উল্টো দাবি করা হয়। পরে হরতালের ঘোষণা দেয় দলটি। এরমধ্য দিয়ে দীর্ঘদিন পর হরতালের মতো কঠোর কর্মসূচিতে গেলো বিএনপি।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image