• ঢাকা
  • সোমবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আরেক খালিস্তানি নিহত কানাডায়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩০ পিএম
খালিস্তানি
নিহত খালিস্তানি সন্ত্রাসী সুখদল সিং সুখ্খা

নিউজে ডেস্ক: কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই আরেক খালিস্তানপন্থি শিখ হত্যাকাণ্ডের শিকার হলেন। নিহতের নাম সুখ্খা দুনিকে ওরফে সুখদল সিং। বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিনি নিহত হোন। নিহত সুখদল সিং ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর তালিকা ভুক্ত সন্ত্রাসী ছিল। ভারতের বিভিন্ন স্থানে তার নামে ১৮ মামলা চলছে। 

২০১৭ সালে ভুয়া নথি ও পাসপোর্ট করে সুখদল কানাডাতে পালিয়ে যায়। বলা হয়ে থাকে সে খালিস্থানি সন্ত্রাসী  আরশ দাল্লার খুব কাছের লোক ছিল। মোগা জেলার দাবিন্দার বামবিয়া গ্যাং এর সদস্য ছিল সে। 

ভারতের গোয়েন্দা সংস্থাগুলো যখন তাকে ধরার ওত পাতে তখনই সে দেশ ছেড়ে পালিয়ে যায়। ভারতের জাতীয় তদন্ত সংস্থা পাঞ্জাবের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। খালিস্তানি ও তাদের সমর্থনকারীদের ধরতে পুলিশ ও গোয়েন্দারা এক যোগে কাজ করছে। 

সম্প্রতি পাকিস্তান, কানাডা ও ব্রিটেনে তিন খালিস্তানপন্থি শিখ নিহত হয়। কানাডার ঘটনায় ভারতকে দায়ী করে বক্তব্য রাখে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এদিকে ভারতীয় মিডিয়া টাইমস নাও বলেছে কানাডার খালিস্তানি নেতাকে হত্যা করেছে লরেন্স বিষ্নোই গ্যাং।  সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দাবি করে সন্ত্রাসী গোষ্ঠী। সূত্র জি নিউজ

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image