
ডেস্ক রিপোর্টার : রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি, সুষ্ঠু পরিবেশে চলছে ভোটগ্রহণ বলেছেন, নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা।
বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বসে ভোট পরিস্থিতি মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো। এখন পর্যন্ত কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। ইভিএমেও কোনো জটিলতার খবর নেই। তবে এ নিয়ে জটিলতা তৈরি হলে বিকল্প ব্যবস্থা নেয়া আছে।
সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে রাজশাহী ও সিলেট সিটির নির্বাচন; নির্বাচন কমিশনের মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার মাধ্যমে এক সাথে দুই সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে বলে জানান রাশিদা সুলতানা।
বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: