• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দেশের বিভিন্ন এলাকার ৩৬১টি থানায় পুনরায় কার্যক্রম শুরু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:২৪ এএম
দেশের বিভিন্ন এলাকার ৩৬১টি থানায় পুনরায় কার্যক্রম শুরু
ফাইল ছবি।

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর, আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ অবস্থায় দেশের সকল থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার ৩৬১টি থানায় পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। 

শুক্রবার (০৯ আগস্ট) রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টি সহ মোট ৩৬১টি থানার কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

এদিকে, দেশের জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ২০৬টি ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৫৮টি জেলায় মোতায়েন রয়েছে।

রাজধানী ঢাকার ২৯টি থানাসহ সারা দেশে ৪১৭টি থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দুটি দল বৃহস্পতিবার ও শুক্রবার জামালপুর কেন্দ্রীয় কারাগার এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পলায়নের চেষ্টা করা কয়েদিদের বাধা প্রদান করে এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করেছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image