
নিউজ ডেস্ক: ব্যাংকিং খাতে চলমান অস্থিতিশীলতার মধ্যে আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার শূন্য দশমিক দুই-পাঁচ পয়েন্ট বৃদ্ধির ঘোষণা দেয় মার্কিন ফেডারেল রিজার্ভ।
এ সময় মার্কিন ব্যাংকিং খাত স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান।
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ব্যয়ের লাগাম টানতে গত বছর থেকে সুদের হার বাড়াচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। কিন্তু তাতেও হচ্ছে না সমাধান। উল্টো সুদের হার বৃদ্ধির কারণে মার্কিন ব্যাংকগুলোর কাছে থাকা সম্পদের বাজারমূল্যের পতন ঘটেছে।
এক মাসে দুইটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়া তারই ইঙ্গিত। বিশ্লেষকদের শঙ্কা, সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের মতো পতনের ঝুঁকিতে রয়েছে অন্তত ২০০টি মার্কিন ব্যাংক।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: