
মনিরুজ্জামান মনির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: বিজয়নগরে রিমা আক্তার (২৫) কে পিটিয়ে হত্যা করেছে স্বামী জুনায়িদ মিয়া এমন অভিযোগ পাওয়া যায় সোমবার ৪ অক্টোবর রাতে উপজেলার ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পরিবারের লোকজন জানায়, প্রায় ৩ বছর আগে উপজেলার ইছাপুরা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে জুনায়িদ মিয়ার সাথে পাশের বাড়ির বশির মিয়ার মেয়ে রিমা আক্তারের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। জুনায়িদ মিয়া কৃষিকাজ করে। প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে কলহ হত।
গত সোমবার রাতে বাকবিতণ্ডা নিয়ে কলহের এক পর্যায়ে স্বামীর অতিরিক্ত আঘাতে স্ত্রী রিমা আক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে রিমা আক্তার আত্বহত্যা করেছে বলে তার বাবার বাড়ীতে খবর পাঠায় স্বামীর পরিবারের লোকজন।এ খবর গেলে রিমার বাবার পরিবারের লোক জন পুলিশকে খবর দিলে রাত ১০ টার পর বিজয়নগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান বলেন, পুলিশ খবর পেয়ে সোমবার রাত ১০ টার পর লাশ উদ্ধার করেছে এবং নিহতের থুতুনিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে কারণ জানা যাবে। ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: